মৌলভীবাজারে যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগ।
সোমবার (২১ মার্চ) দুপুরে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল’র নির্দেশে জেলার পৌর জনমিলন কেন্দ্রে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিক, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সহ-সভাপতি মহি উদ্দীন চৌধুরী ফহিম, সাংগঠনিক সম্পাদক সুমেশ দাশ যিশু, কয়ছর আহমদ ও হোসেন মোহাম্মদ ওয়াহিদ সৈকত, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব, অর্থ সম্পাদক সন্দীপ দাস, শিক্ষা প্রশিক্ষন ও পাঠাগার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক তুষার আহমদ, সহ-সম্পাদক জায়েদ হোসেন, সদস্য কামরুল ইসলাম মুন্না, মো তানিম আহমদ , সহ জেলা, সদর উপজেলা, পৌর ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
উল্লেখ্য কেন্দ্রঘোষিত ৫ দিনব্যাপী কর্মসূচীর শেষ দিন ছিল ২১ মার্চ। এর পূর্বে ১৭ মার্চ জেলা যুবলীগ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন, হযরত সৈয়দ শাহমোস্তফা (র.) দরগা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, কালিবাড়ী মন্দিরে বিশেষ প্রার্থনা, ১৮মার্চ যুব সমাবেশ, ১৯মার্চ সদর হাসপাতালে রক্তদান কর্মসূচী, ২০মার্চ পৌরসভার মেয়র চত্তরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী করে মৌলভীবাজার জেলা যুবলীগ।