রাজধানীর বাদামতলীতে আমের আড়তে র‌্যাবের অভিযান চলছে

0
130

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর বাদামতলীতে আমের আড়তে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে বিপুল পরিমান আম ও খেঁজুর পাকানো এবং বাজারজাত করার উদ্দেশ্যে সন্ধ্যান পেয়েছে এলিট ফোর্স (র‌্যাব)। পরবর্তীতে সেখানে র‌্যাবের একটি ভ্রাম্যমান আদালত অভিযান চালাচেছন।

র‌্যাবের আইনও গনমাধ্যম শাখার সহকারী পরিচালক (মিডিয়া) সুজয় সরকার আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ রোববার দুপুরে এ অভিযান শুরু হয়েছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন এলিট ফোর্স র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, রোববার সকাল ৯টা থেকে র‌্যাবের এ অভিযান শুরু হয়। আড়তের আম গুলো বাইরে থেকে দেখতে হলুদ টসটসে কিন্তু ভেতরে একদম অপরিপক্ক। যে আম গুলো বিক্রি করা হচ্ছিল সেগুলো বাজারে আসতে আরও ১০ থেকে ১৫ দিন অপেক্ষা করতে হতো।

তিনি আরও বলেন, একই সাথে বিপুল পরিমান ভেজাল খেঁজুরও আড়তে বাজারজাত করা হচিছল। অভিযান এখনও চলছে। অভিযান শেষে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।