শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

0
108

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে কাওসার হাবিব নামের ওই মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়,গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীকে গত ৮ মার্চ গভীর রাতে নিজ শয়ন কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করে শিক্ষক। পরদিন ঘটনার শিকার শিক্ষার্থী বিষয়টি মোবাইল ফোনে তার পরিবারকে জানালে এলাকায় বেশ উত্তেজনা দেখা দেয়। পরে ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ আজ ১৫ মার্চ দুপুরে তাকে গ্রেফতার করে। আটক শিক্ষক বগুড়া জেলার কাহালু উপজেলার মাগুড়া গ্রামের আজাহার আলীর ছেলে বলে পুলিশ জানায়।