পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চান জেলেনস্কি

0
89

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ ব্যক্ত করেছেন। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যখন বড় রকমের যুদ্ধ চলছে তখন তিনি এই আগ্রহের কথা জানালন।

জেলেনস্কি আজ এক ভিডিও বার্তায় বলেন, “রাশিয়ান ফেডারেশনের সঙ্গে এখন আলোচনা করা দরকার। আমাদের দেশের আলোচকরা প্রতিদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করছেন। আমাদের প্রতিনিধি দলের সবকিছু করার ব্যাপারে সুস্পষ্ট দায়িত্ব রয়েছে। তাদের দায়িত্ব হচ্ছে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের আয়োজন করা। আমি নিশ্চিত যে, লোকজন এমন একটি বৈঠকের জন্য অপেক্ষা করছে।” জেলেনস্কি আরো বলেন, এ ধরনের বৈঠকের আয়োজন করা কঠিন কাজ তবে জরুরি।

ইউক্রেনের প্রেসিডেন্ট তার ভিডিও বার্তায় ন্যাটো জোটকে সতর্ক করে বলেন, এই জোটের সদস্য দেশগুলো শিগগিরই রাশিয়ার বাহিনীর দ্বারা হামলার শিকার হবে। পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে রুশ বাহিনী বিমান হামলা চালানোর পর জেলেনস্কি ন্যাটো দেশগুলোকে এই সতর্কবার্তা দেন।

এদিকে, আজই রাশিয়া এবং ইউক্রেনের আলোচক দলের নতুন করে বৈঠকে বসার কথা রয়েছে। চতুর্থ দফার বৈঠক ইউক্রেন সময় সকাল সাড়ে দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

সুত্রঃ পার্সটুডে।