শার্শায় অসহায় মুমূর্ষু রোগীদের সেবায় নিরলস কাজ করে যাচ্ছে SKBK ব্লাড ব্যাংক

0
106

নাজিম উদ্দীন জনি, শার্শা (বেনাপোল) প্রতিনিধিঃ “সেচ্ছায় করিলে রক্ত দান,পাবেন অপরিসীম সন্মান” এই স্লোগানকে সামনে নিয়ে অসহায় মুমূর্ষু রোগীদের সেবায় কাজ করে যাচ্ছেন যশোরের বাগআঁচড়ার সেচ্ছাসেবী সংগঠন SKBK ব্লাড ব্যাংক।

জানা যায়,SKBK সম্মিলিত ব্লাড ব্যাংক একটি সেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন।সংগঠনটি এ বছরের ২০ শে জানুয়ারী পদযাত্রা শুরু করে এ পর্যন্ত ৪৭ ব্যাগ ব্লাড দিয়ে রোগীদের সহযোগীতা করেছেন।

অরো জানাযায়, হাসপাতালের বেডে শুয়ে থাকা অসহায় মুমূর্ষ রোগীর বিনামুল্যে ব্লাড সরবারহ করার পাশাপাশি,
# ফ্রি চিকিৎসা সেবা এবং ফ্রি ওষুধ দেয়া।
# গরীব অসহায়দের সহায়তা করা।
# দূর্যোগ কবলিতদের ত্রাণ ও পুনর্বাসন করা।
# কন্যা দায়গ্রস্তদের বিবাহের ব্যবস্থা করা।
# দাফন-কাফনের ব্যবস্থা করা।
# ঋনগ্রস্থদের ঋন মুক্তির ব্যবস্থা করা।
এছাড়াও ঈদ ও পুজার সময় আসহায় পথশিশুদের মাঝে নতুন পোশাক বিতারনের কার্যক্রম হাতে নিয়েছে।

সংগঠনটি পরিচালনায় আছেন, প্যাথলজি টেকনিশিয়ান,মাসুদ রানা,এস কে বি কে সম্মিলিত ব্লাডব্যাংকের এডমিন মেহেদী হাসান, মডারেটর জাহিদুল ইসলাম, রাকিব হাসান, দেলওয়ার হুসাইন, ময়না খাতুন, তৃশা আক্তার, সুরনিমা সুমি, মাসুদ রানা, ফিজিও থেরাফি সাইফুজ্জামান, জনি হাসান, সাইদুর আরিফুল ইসলাম ও উপদেষ্টা, ইমাদুল ইসলাম, আবুল বাশার মনিরুজ্জামান, নাসির মেম্বার, সাজু আহম্মেদ প্রমুখ।