চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

0
82

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ  চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সাহাবাজপুর ইউনিয়নের নলডুবরী গ্রামের আমে বাগান থেকে আজ শুক্রবার দুপুর ১টার সময় ৩৭ বোতল ফেন্সিডিল সহ ব্যক্তি কে গ্রেফতার করে র‍্যাব-৫।

গ্রেফতার কৃত ব্যক্তি হলেন মোঃ আব্দুস সালাম (৩০), পিতা-মৃত আনিছুর রহমান, মাতা-মোছাঃ সুবেজান বেগম, গ্রাম -নামোচাকপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্ততে জানায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ১১ মার্চ ২০২২ ইং তারিখ দুপুর ১টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সাহাবাজপুর ইউনিয়নের নলডুবরী গ্রামস্থ মৃত ইনছান চেয়ারম্যানের আমের বাগানের মধ্যে হতে কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ফেন্সিডিল-৩৭ (সাত্রিশ) বোতল (খ) মোবাইল ফোন-০১(এক) টি, (গ) সীমকার্ড-০১(এক)টি এবং (ঘ) ফেন্সিডিল বহনকারী ব্যাগ- ০১(এক)টি সহ ১। মোঃ আব্দুস সালাম (৩০), পিতা-মৃত আনিছুর রহমান, মাতা-মোছাঃ সুবেজান বেগম, সাং-নামোচাকপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জথকে হাতেনাতে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।