নীলফামারীতে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
128

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপযেলায় ৪৮৪পিচ ইয়াবা ট্যাবলেটসহ নওশাদ আলম(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) নীলফামারী ক্যাম্পের অভিযানিক দল।

সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বারইশাল পাড়া থেকে তাকে ইয়াবাসসহ গ্রেফতার করা হয়। সে একই এলাকার আফজাল হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩’র সহকারী পরিচালক(মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

তিনি জানানা, ইয়াবা বিক্রির গোপন সংবাদ পেয়ে বারইশাল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২(সিপিসি-২) এর উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা করে গ্রেফতার ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা

র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক(মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ আরো জানান, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। তার সাথে আরো ব্যক্তি জড়িত রয়েছে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

সৈয়দপুর থানার ডিউটি অফিসার ইন্দ্র মোহন বলেন, মঙ্গলবার দুপুরে র‌্যাবের মামলায় গ্রেফতার ব্যক্তিকে আদালতে তোলা হবে। আদালতের সিদ্ধান্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।