ফুলবাড়ী ২৯ বিজিবি গত ৬ মাসে ২ কোটি ৪ লক্ষ ৯২ হাজার টাকার মাদক সহ বিভিন্ন পণ্য আটক করেন

0
106

মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে গত ৬ মাসে ২ কোটি ৪ লক্ষ ৯২ হাজার ৩ শত ১৪ টাকার মাদক সহ বিভিন্ন পণ্য আটক করেন। এর মধ্যে ধৃত চোরাকারবারী আটকের সংখ্যা ৮৪ জন।

ফুলবাড়ী ২৯ বিজিবি ১লা জানুয়ারী হইতে ২০ জুন ২০২০ ইং পর্যন্ত ফুলবাড়ী ২৯ বিজিবির আওতায় সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ফেন্সিডিল ১৬,০৩৩ বোতল, লুজ ফেন্সিডিল ৫০০ গ্রাম, বিদেশী মদ ১৮ বোতল, দেশী মদ ০২ লিটার, গাঁজা ৫৬ কেজি, ইয়াবা ২,২১৭ পিচ, সেনেগ্রা ১২ পিচ, যৌন উত্তেজক সিরাপ ৪,০৫৬ বোতল, বুপ্রেনরপিন ইনজেকশন ৫,২৫২ পিচ, পাতার বিড়ি ৫৪০ প্যাকেট, গাঁজার গাছ ৪টি এ নিয়ে মাদকের আনুমানিক মূল ১ কোটি ১৭ লক্ষ ১২ হাজার ৬ শত ৮২ টাকা।

অন্যান্য মালামলের মধ্যে কিটনাশক, পান, শ্যাম্প, গরু, আনার ফল, সেমাই, সাইকেল, বিট লবন, আঙ্গুর, চেরীফল, প্রসাধনী সামগ্রী, আতশবাজি এবং বাংলাদেশী বিভিন্ন ধরনের সিরাপসহ অন্যান্য পণ্য সামগ্রী আটক করেন যাহার আনামানিক মূল ৮৭ লক্ষ ৭৯ হাজার ৬ শত ৩২ টাকা। মোট আটককৃত মালামালের মূল ২ কোটি ৪ লক্ষ ৯২ হাজার ৩ শত ১৪ টাকা। বাংলাদেশ বডার গার্ড ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শরীফ উল্লাহ্ আবেদ (এসজিপি) ফুলবাড়ী বিজিবির দায়িত্ব পাওয়ার পর সীমান্ত এলাকায় চোরাচালান, নারী ও শিশু পাচার, সীমান্তের উপার থেকে অবৈধ্য অনুপ্রবেশ বন্ধকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পর সীমান্তে হত্যা শূণ্যের কোটায় এসেছে। বর্তমান দেশে ভয়াবহ করোনা ভাইরাসে মানুষের কাজ কর্ম বন্ধ হয়ে যাওয়ায় ২৯ বিজিবি পক্ষ থেকে গরীব অসহায় মানুষদের মাঝে ত্রান বিতরন করেন।

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায় লেঃ কর্ণেল মোঃ শরীফ উল্লাহ্ আবেদ (এসজিপি) সাংবাদিকে জানান, বিজিবির সদস্যরা দিন রাত সীমান্তে দায়িত্ব পালন কালে এই বিপুল পরিমান টাকার মাদক সহ চোরাকারবারীদের কে আটক করেছে। তিনি নিজেও দিন রাত সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ এবং সীমান্তের নানা রকম সমস্য সমাধান করে চলেছেন এবং সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করছেন।