করোনার কার্যকরী ভ্যাকসিন পাওয়ার নিশ্চয়তা নেই: ফাউচি

0
107

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন ২০২১ সালের শুরুতেই পাওয়ার যাবে এমন কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন দেশটির শীর্ষ সরকারি স্বাস্থ্য কর্মকর্তা ডা. অ্যান্থনি ফাউচি। মঙ্গলবার মার্কিন সিনেট কমিটির এক শুনানিতে ফাউচি এমনটি বলেন।

শুনানিতে ফাউচি বলেন, কোনো নিশ্চয়তা নেই যে যারা ভ্যাকসিন তৈরি করছে তারা বলতে পারবে আমরা একটি কার্যকরী ভ্যাকসিন তৈরি করতে পারবো। বিজ্ঞানীরা আশা করছেন আগামী বছর নাগাদ করোনার ভ্যাকসিন পাওয়া যাবে। করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে মার্কিন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ফাউচি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৪ হাজার ২৮৯ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ১৭০ জন।