নীলফামারীতে ৮৯টি প্রকল্পের চেক হস্তান্তর

0
179

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: টেষ্ট রিলিফ(টিআর) কর্মসুচীর আওতায় নীলফামারী সদর উপজেলায় ৮৯টি প্রকল্পের অনুকুলে অর্থের চেক বিতরণ করা হয়েছে।

বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্বাচিত প্রকল্প চেয়ারম্যানদের হাতে চেক তুলে দেন নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জেসমিন নাহারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রউপ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রিয়াজুল ইসলাম।

ইউএনও জেসমিন নাহার জানান, ২০২১-২২ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসুচির আওতায় ৮৯টি প্রকল্পের জন্য ৮৯লাখ ৯৭ হাজার ৬৬৬ টাকার মধ্যে প্রথম কিস্তি বাবদ ২৫ লাখ ৪৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।