জাতীয় বিমা দিবস আজ

0
90

আজ ১ মার্চ জাতীয় বিমা দিবস। এ উপলক্ষে এবারও বিভিন্ন আয়োজন হাতে নিয়েছে সরকার এবং এ খাতের উদ্যোক্তারা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিমা দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভার্চুয়ালি এ প্রোগ্রামে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্সে যোগদান করেছিলেন। ফলে দিনটিকে প্রতি বছর বিমা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন এ খাতের উদ্যোক্তারা। সরকারও এর অনুমোদন দেয়।

বিমা শিল্পের উন্নয়ন ও বিমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০২০ সালের ১৫ জানুয়ারি সরকার বিমা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এরপর থেকে ১ মার্চ পালন হয়ে আসছে জাতীয় বিমা দিবস। এবছরের বিমা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ‘বিমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাবো সবাই মিলে’।