রাজারহাট উপজেলা চেয়ারম্যানের মায়ের নামাজে জানাজা অনুষ্ঠিত

0
108

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দীর মাতা এবং সাবেক গণপরিষদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,স্বাধীন বাংলার সংবিধান প্রনয়ন কমিটির অন্যতম সদস্য,রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা এবং রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত আব্দুল্লাহ সোহরাওয়ার্দীর সহ-ধর্মিনী শামসুন্নাহার সোহরাওয়ার্দীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল তিনটায় তার নিজ বাসভবনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরআগে বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যু বরন করেন।

জানাজা নামাজে কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলী,কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু,রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারীগণ সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মরহুমার জানাজা নামাজে ইমামতি করেন,রাজারহাট মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ঈমাম পীরজাদা মাওঃ মোঃ হাবিবুল্লাহ সিদ্দিকী।