অনলাইন ক্লাসে যাচ্ছে বশেমুরবিপ্রবি

0
149

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অনলাইন ক্লাস শুরু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপচার্য ড. শাহজাহান সহ বিশ্ববিদ্যালয়ের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানদের মধ্যে এক ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাওয়া হলে বশেমুরবিপ্রবির ভারপ্রাপ্ত উপচার্য ড.শাহজাহান বলেন “অনলাইন ক্লাস শুরু করার বিষয়ে আমরা নীতিগত গ্রহণ করেছি। কবে থেকে ক্লাস শুরু করা হবে এ বিষয়ে বিভাগ সিদ্ধান্ত নিবে। তবে যত দ্রুত সম্ভব ক্লাস শুরু করার নির্দেশ প্রদান করা হয়েছে।”

অনলাইন ক্লাসে অংশগ্রহণে শিক্ষার্থীদের সমস্যার বিষয়ে তিনি,”ক্লাস শুরু হওয়ার পর সমস্যাগুলো নির্ধারণ করে সেগুলো সামাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে”।

প্রসঙ্গত,এর আগে বিশ্ববিদ্যালয় মুঞ্জরী কমিশন (ইউজিসি) সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম শুরু করার ঘোষণা দেন।