ঝিনাইদহে কালীগঞ্জে করোনা উপসর্গে এক জনের মৃত্যু নতুন আক্রান্ত ১০

0
98

মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে করোনা উপসর্গে আব্দুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়।

আব্দুর রহমান উপজেলার হেলাই গ্রামের মৃত মোহাম্মদ বিশ্বাসের ছেলে। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করেছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ ইসমাতুন আরা ইতা জানান, তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছিলেন। তার প্রেসারও বেশি ছিল। এর আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। হঠাৎ মঙ্গলবার সকালে তিনি মারা যান। গত ২/৩ দিন তিনি শ্বাসকষ্ট অনুভব করছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে, ঝিনাইদহে মঙ্গলবার নতুন করে আরও ১০ করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদরে ২ জন, কালীগঞ্জে ৫ জন ও মহেশপুর উপজেলায় ৩ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।