ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপি’র ২৩টি গ্রামে জাকারিয়া জাকিরের খাদ্য সামগ্রী বিতরণ

0
208

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপি’র ২৩টি গ্রামে খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও সমাজ সেবক তরুণ রাজনীতিবিদ মোঃ জাকারিয়া জাকির।

গ্রামগুলির মধ্যে রয়েছে, মইচান্দা, বাজনাপাড়া, হযতরপুর, আঁখিঘোটনা, পারুল, আমড়া, বোরঙ্গা, পুখুরীমোড়, রামেশ্বরপুর, কাশিহাটা, কামারপাড়া, পুখুরী ডাঙ্গাপাড়া, পালপাড়া, নূরমোহাম্মদপুর, সিংপাড়া, ছাতনি পাড়া, পারুল মিশন, ছয়ঘাটি, মুরারীপুর, চোমুক, শেখপাড়া, পলাপাড়া, কুশপাইন।

গত সোমবার বিকাল ৪টায় ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপি’র ২৩টি গ্রামে হতদরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া জাকির। জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া জাকির বলেন, প্রধানমন্ত্রী আওয়ামীলীগের সভানেত্রী দেশরত্ম শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদেরকে নিয়ে অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলছি এবং এই মহামারী শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আশিকুর রহমান বাপ্পি, ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মোঃ তোজাম্মেল হক, যুগ্ন আহবায়ক রাশেদুর রহমান রাসেল, কাজিহাল ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মোকাররম হোসেন, যুগ্ন সম্পাদক মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী-পার্বতীপুর স্বেচ্ছাসেবকলীগ নেতা ফিজার, আলম, ডা. শাহাদত, মোঃ মোকলেছার, মোঃ হাফিজুল , মোঃ হামিদুল, জুয়েল সহ সংগঠনের সকলনেতা কর্মী উপস্থিত ছিলেন।