জামালপুরে আরও ৯জন করোনায় আক্রান্ত

0
75

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ২৯ জুন ২০২০ জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে আরও ৯ জন (সদর ২, ইসলামপুর ২, সরিষাবাড়ী ১, বকশীগঞ্জ ৪) কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

উল্লেখ্য যে, ময়মনসিংহে শনাক্ত ১ জন জামালপুর সদরে স্থায়ী নিবাস হওয়ায় তাকে জামালপুর রিপোর্টে সংযোজন করা হয়েছে এবং বকশীগঞ্জ উপজেলার ১ জন মৃত নমুনায় পজিটিভ হয়েছে।

সর্বমোট সংক্রমণ শনাক্ত ৫৫২ জন।এর মধ্যে জামালপুর সদর উপজেলায় ২০১, মেলান্দহ ৭৭, মাদারগঞ্জ ৩৯, ইসলামপুর ১০৩, সরিষাবাড়ী ৪৬, দেওয়ানগঞ্জ ৩৪, বকশীগঞ্জ ৫২জন।
সর্বশেষ সুস্থ ৮ জন, সর্বমোট সুস্থ ২৩৪ জন।

সর্বশেষ মৃত্যু ১ (বকশীগঞ্জ – মৃত নমুনা), সর্বমোট মৃত্যু ৯ জন (চিকিৎসাধীন ৫ জন – দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ১ ও মাদারগঞ্জ ১, মৃতের নমুনায় ৪ জন – ইসলামপুর ২, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১)।
মোট রেফার্ড ৬ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ ৯৬ টি, মোট নমুনা সংগ্রহ ৬২০৪ টি।
সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ৯১ টি।
সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ৫ টি।
সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ৯৬ টি।
বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ২৪, ছাড়পত্র ১৫০।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৯০, ছাড়পত্র ৭০।
মোট হোম কোয়ারান্টাইন ১৭১৫, মোট ছাড়পত্র ১৫২৩, বর্তমানে মোট অবস্থান ১৯২।