খুলনা প্রতিনিধি : ৯ মে শনিবার দুপুরে খুলনা মহানগরীর ময়ুর ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আয়ান শিকদার (১৬) নামে এক এসএসসি ফলপ্রার্থী নিহত হয়েছে।
আয়ান খুলনা মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের অফিস সহকারী শহিদুল শিকদারের ছেলে। সে খুলনার সোনাডাঙ্গা কলেজিয়েট স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
ওয়ার্ড কাউন্সিলর মো. হাফিজুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, দুপুরে আয়ান মোটরসাইকেলে করে বাড়িতে আসার পথে ময়ুর ব্রিজ এলাকায় আসলে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বাড়ি নগরের সাত্তার বিশ্বাস সড়ক এলাকায় বলে জানা গেছে।