সরিষাবাড়ীতে নৌকার ঘুড়ি আকাশে

0
87

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: নৌকা নিয়ে মানুষের আনন্দ ঊল্লাস। নৌকা পানিতে ভাসে এটাই স্বাভাবিক। কিন্তু নৌকার প্রেমিক তারা আকাশে ঘুড়ির সাথে বৈঠা সহ নৌকা ঘুড়ির প্রতিযোগীতায় অবতির্ণ হয়েছে।

রোববার তারা মনের ফুর্তিতে পড়ন্ত বিকেলে নৌকার ঘুড়ি আকাশে উড়িয়ে দিয়ে আনন্দ উপভোগ করছেন।নৌকা আদলে বানানো ঘুড়িটি ১৮ ফিট লম্বা, এর প্রস্থ ৪ ফিট। এটি বানিয়েছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের মাটিয়াজানি গ্রামের আওয়ামী লীগ পরিবারের মৃত কাশেম কবিরাজের ছেলে তৈয়ব আলী (৪০) এই প্রথম নৌকার ঘুড়ি বানিয়েছে।

ঘুড়িটি বানাতে সময় লেগেছে ১০ দিন। এটি উড়াচ্ছেন সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল গ্রামের বছির উদ্দিনের ছেলে ছাত্রলীগ কর্মী সোলায়মান প্রমানিক(২৪)।