রাজারহাটে নব-নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত

0
162

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাট উপজেলার ১টি ইউনিয়ন ও ওয়ার্ড বাদ দিয়ে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম তাদের শপথ বাক্য পাঠ করান।

মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে উপজেলার ৬টি ইউনিয়নের ৫৩জন ইউপি সদস্য ও ১৮জন মহিলা সদস্য (সংরক্ষিত আসন) এতে অংশ নিয়ে শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দু-প্রার্থী সমান ভোট পাওয়ায় চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত ওই ইউনিয়নের শপথ হবে না বলে জানা গেছে। এছাড়া উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী মৌজার ওয়ার্ড সদস্য পদে নির্বাচনে দুই প্রার্থী সমান বোট পাওয়ায় ওই ওয়ার্ড সদদ্যেরও শপথ অনুষ্ঠিত হয়নি। উল্লেখ্য একই দিনে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ইউনিয়ন চেয়ারম্যানগণের শপথ অনুষ্ঠিত হচ্ছে।

শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু,উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোয়ার হোসেন প্রমূখ।