গোপালপুর ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার জয়

0
91

মো.নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ৫০টি কেন্দ্রের মধ্যে ৪৪টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন অফিস। তবে ৪৪ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকলেও কোন সহিংসতা বা বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ষষ্ঠ ধাপের গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

ইভিএম এর মাধ্যমে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদে ভোট দেয়া নিয়ে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা। সেই সাথে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আলাদা নজর রাখা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী আজ সোমবার উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে মির্জাপুর, আলমনগর, হাদিরা, নগদাশিমলা এবং ধোপাকান্দি এ ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত (নারী) আসনে ৫১ জন এবং সাধারণ সদস্য পদে ১৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫টি ইউনিয়নে ৫০টি কেন্দ্রে মোট ১১৭০৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৮৯২ জন এবং নারী ভোটার রয়েছে ৫৮ হাজার ১৮১ জন।

মির্জাপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা) প্রতীক পেয়ে মোঃ রফিকুল ইসলাম,১৩৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) আবু ফারুক মিঞা (আনারস) প্রতীকে, ২২৬২ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। বিএনপি (স্বতন্ত্র) মোখলেস (চশমা) প্রতীকে, ৫০৩ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন ।

আলমনগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক আব্দুল মোমেন (নৌকা) প্রতীক, ৬৬৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এবং বিএনপি (স্বতন্ত্র) প্রার্থী মোহাম্মদ এহসানুল হক চৌধুরী ওপেল (চশমা) প্রতীকে, ২৭১৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) মফিজুর রহমান লুৎফর (আনারস) প্রতীকে, ২৪১৮ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেষ।

ধোপাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম (নৌকা), প্রতীকে, ৬২৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) মো. আব্দুল হাই (আনারস) প্রতীকে, ৫০৫৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে, এবং আনোয়ার হোসেন (ঘোড়া) প্রতীকে, ৩৮৪০ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে।

নগদাশিমলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. হোসেন আলী (নৌকা) প্রতীকে ৮১৪২, ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) গোলাম মোস্তফা আঙুর (আনারস) প্রতীকে, ৩৪৬৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে, এবং জাতীয় পার্টির প্রার্থী খন্দকার শহীদুল আলম (লাঙ্গল) প্রতীকে, ৪২৩ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে।

হাদিরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিলকিছ জাহান (নৌকা), প্রতীকে, ৬৭৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন । স্বতন্ত্র প্রার্থী সেলিম আজাদ (আনারস) প্রতীকে, ৪৭৮২ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে । (বিদ্রোহী) আলমগীর হোসেন (ঘোড়া), প্রতীকে, ৩৪৬৯ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে । এবং বিএনপি (স্বতন্ত্র) আবুবকর সিদ্দিকী (চশমা) প্রতীকে, ১১৮৫ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছেন।

গোপালপুর উপজেলা কর্মকর্তা মোঃ মতিউর রহমান জানান গোপালপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকলেও বিচ্ছিন্ন কিছু কিছু ঘটনা মধ্য দিয়ে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।

গোপালপুর উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ মল্লিক বলেন, সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ ভোট গ্রহণের মধ্য দিয়ে গোপালপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। যারা বিজয়ী হয়েছেন নির্বাচনী আচরণ বিধি মেনে চলবেন কোন প্রকার শোভাযাত্রা মিছিল-মিটিং থেকে বিরত থাকবেন, এবং কোন প্রকার নির্বাচনি পরবর্তী সহিংসতা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হল।