গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৭জন শিক্ষক করোনায় আক্রান্ত

0
85

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭জন শিক্ষক ও একজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে।

২৮ জুন রবিবার সকাল পর্যন্ত এই তথ্য হালনাগাদ করা। করোনা আক্রান্তদের মাঝে একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, একজন প্রধান শিক্ষক ও ৬ জন সহকারী শিক্ষক। সহকারী উপজেলা শিক্ষা অফিসার বোরজাহান কবির এই তথ্য নিশ্চিত করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের যারা করোনায় আক্রান্তঃ সহকারী উপজেলা শিক্ষা অফিসার চয়নিকা খাতুন, ফুলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, সাতাইল বাতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, বানিহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ববি, কুঠিবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা খাতুন, পঁচারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেক এবং গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুমুল আলম।

আক্রান্তের মধ্যে মাসুমুল আলম সুস্থ হয়েছে। বাঁকিরা বাসা ও প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন।