বশেমুরবিপ্রবিতে ৫৪ কোটি টাকার বাজেট অনুমোদন

0
119

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৫৪ কোটি ২ লক্ষ টাকার বাজেট বরাদ্দ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বশেমুরপ্রবির হিসাব দপ্তরের উপ-পরিচালক শেখ সুজাউদ্দিন। এর আগে ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের পরিমাণ ছিলো ৫৩ কোটি ৮৭ লক্ষ টাকা।

২০২০-২১ অর্থবছরের বাজেট মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ বাড়লেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রদানকৃত অনুদানের পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা কমছে।

২০২০-২১ অর্থ বছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রদানকৃত অনুদানের পরিমাণ ৩২ কোটি ২ লক্ষ টাকা যা পূর্বের অর্থ বছরে ছিলো ৩২ কোটি ৩৭ লক্ষ টাকা।

এছাড়া ২০২০-২১ অর্থ বছরের বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় পূর্বের অর্থ বছরের থেকে ৫০ লক্ষ টাকা বেড়ে চলিত বছরে হয়েছে ২২ কোটি টাকা যা ২০১৯-২০ অর্থ বছরে ছিলো ২১ কোটি ৫০ লক্ষ।

উল্লেখ্য,২০২০-২১ বাজেটে পূর্বের অর্থ বছরের তুলনায় বেতন ও ভাতাদি বাবাদ সহায়তা এবং গবেষণা অনুদান বৃদ্ধি পেয়েছে। অপরদিকে পণ্য সেবা বাবদ সহায়তা এবং মোট মূলধন অনুদান হ্রাস পেয়েছে।