রাজশাহী মেডিকেলে আরও দুজনের মৃত্যু

0
82

গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনের একজন রাজশাহীর এবং অন্যজন নওগাঁ জেলার বাসিন্দা। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৫১ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৪ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৪ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ জন রোগী।

হাসপাতালে বর্তমানে রাজশাহীর ৩২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ২ জন, পাবনার ৬ জন, কুষ্টিয়ার ৩ জন, সিরাজগঞ্জের একজন, রাজবাড়ীর ২ জন, ঝিনাইদহের একজন এবং মেহেরপুরের একজন রোগী ভর্তি রয়েছেন।

গত শনিবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৪৫৮ জনের নমুনা পরীক্ষায় ২৬৮ জনের করোনা ধরা পড়েছে।

এই ল্যাবে রাজশাহী জেলার ৩৫৩ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ২২৫ জনের। করোনা শনাক্তের হার ৬২ দশমিত ৮৫ শতাংশ। একই ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের ২২ নমুনার মধ্যে ১০টিতে এবং নাটোরের ৮১ নমুনার মধ্যে ৩০টিতে করোনা শনাক্ত হয়েছে।