দেশজুড়ে

রাজশাহীতে একদিনে করোনা শনাক্তের হার ৬০.৩৯ শতাংশ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার (২৬ জানুয়ারি) রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৮২ জনের নমুনায় মিলেছে করোনাভাইরাস। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৬০ দশমিক ৩৯ শতাংশ। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৪৫ জনের শরীরে। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়ে ২৩৭ জনের শরীরে।

এর আগে গত মঙ্গলবার রাজশাহীর দুইটি পিসিআর ল্যাবে ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৪৪ জনের নমুনায় মেলে করোনাভাইরাস। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার সেদিন ৫৮ দশমিক ৬০ শতাংশ ছিল।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button