দেশজুড়ে

খুলনায় বিইআই কর্তৃক নাগরিক সমাজ ও গণমাধ্যম কর্মীদের অভিজ্ঞতা বিনিময় সভা

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এর আয়োজনে সুশাসনে নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা ২৬ জানুয়ারী বুধবার হোটেল টাইগার গার্ডেন ইন্টান্যাশনাল, খুলনায় অনুষ্ঠিত হয়। বিইআই-এর প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকল্পের প্রধান অংশীজন নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের দ্বারা পরিচালিত জরিপের তথ্য উপাত্ত উপস্থাপন করেন শরিফুল ইসলাম সেলিম, কৌশিক দে, এইচ এম আলাউদ্দীন, শিরিন পারভীন, আকবর হোসেন, দিপংকর রায় ও নিপা মোনালিসা।

করোনাকালীন স্বাস্থ্যসেবা-অংশীজনের ধারণা বিষয়ক গবেষণা/জরিপ কার্যক্রমের তথ্য উপাত্ত উপস্থাপন ও শিখন বিনিময় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. দিলীপ দত্ত, সাংবাদিক গবেষক গৌরাঙ্গ নন্দী, খুলনার ডেপুটি সিভিল সার্জন ডা: শেখ মোহাম্মদ কামাল হোসেন, খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর আলী টিপু, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর মো: হাফিজুর রহমান মনি, কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, খুলনা মহিলা চেম্বার অব কমার্স-এর সভাপতি অ্যাড. শামীমা সুলতানা শিলু, সম্প্রীতি ফোরাম খুলনার চেয়াম্যান সিলভি হারুন, মনোরঞ্জন মÐল, অ্যাড. মমিনুল ইসলাম, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সাংবাদিক আবু হেনা মোস্তফা জামাল পপলু, শামীম আশরাফ শেলী, আউয়াল শেখ, ধ্রব’র প্রধান সমন্বয়কারী উত্তম দাস, মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকী, গাজী মনিরুজ্জামান, সহ-তথ্য অফিসার তরুন কুমার মন্ডল, এস এম সোহেল ইসহাক প্রমুখ ।

উল্লেখ্য , গত এপ্রিল-মে মাসে খুলনার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দল ও নির্বাচিত জনপ্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, গণমাধ্যম কর্মী, সাধারণ জনগণ, ভিন্নভাবে সক্ষম, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্বমোট ১০৮ জনের উপর মতামত জরিপটি পরিচালিত হয়। জরিপের তথ্য যাচাই-বাছাই, তথ্য বিশ্লেষণের পর আজ একটি অভিজ্ঞতা বিনিময় সভার মাধ্যমে প্রতিবেদনটি উপস্থাপিত হয়। তথ্য অধিকার আইন ২০০৯, জাতীয় শুদ্ধাচার কৌশল, বার্যিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সম্পর্কে সম্যক ধারণা মূল্যায়ণের মাধ্যমে সরকার, নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা বিষয়ে এই গবেষণা কার্যক্রমটি পরিচালিত হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button