বিএনপি-জামায়াত ৮ লবিস্ট ফার্ম নিয়োগ করেছে : পররাষ্ট্রমন্ত্রী

0
104
ফাইল ছবি।

বাংলাদেশ ও সরাকারের বিরুদ্ধে প্রচারণা করতে যুক্তরাষ্ট্রে বিএনপি-জামায়াত আটটি লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশন এ তথ্য তুলে ধরেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত, পাকিস্তান, কাতার, ইরান, ইরাকসহ পৃথিবীর অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য লবিস্ট নিয়োগ করে থাকে। এটি সে দেশের আইন অনুযায়ী বৈধ। জামায়াত-বিএনপি আটটি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে।

মন্ত্রী বলেন, ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বন্ধ করতে একটি ফার্মকে নিয়োগ করেছিল জামায়াত। তিনি বলেন, বিএনপি ফেব্রুয়ারি ২০১৫ থেকে এপ্রিল ২০১৭ পর্যন্ত ২৭ লাখ ডলার প্রতি মাসে দিয়েছে ১ লাখ ২০ হাজার। এই তথ্যগুলো আমেরিকান ওয়েবসাইটে আছে।

মোমেন বলেন, ২০১৯ সালের অক্টোবরে, বিএনপির কিছু নেতা আমেরিকায় গিয়েছেন। তারা বিভিন্ন ধরনের লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল। লবিস্টরা চিঠি দিয়ে আমেরিকানদের বলেছে- বাংলাদেশে সাহায্য-সহযোগিতা বন্ধ করে দিতে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।