দেশজুড়ে
বাগেরহাটে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরন


সুব্র ঢালী,স্টাফ রিপোর্টারঃ- বাগেরহাটে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। বুধবার সকালে শহরের নুর মসজিদ এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্থদের হাতে কম্বল তুলে দেন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. মীর শওকাত আলী বাদশা।
আঞ্জুমান মুফিদুল ইসলামের বাগেরহাট জেলা শাখার সভাপতি জয়নাল আবেদিনে সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পদাক খন্দকার আঃ সালাম, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আঞ্জুমান মুফিদুল ইসলাম আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ শতাধীক শীতার্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেছে। এই ধারা অব্যহত থাকবে বলে তারা উল্লেখ বরেন।