হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ


হিলি প্রতিনিধিঃ- ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি পানামা পোর্ট অভ্যন্তরে স্বাভাবিক রয়েছে সকল কার্যক্রম।আজ বুধবার সকাল থেকে এই বন্দর দিয়ে দুই মাঝে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
জামিল হোসেন চলন্ত আরো বলেন, বুধবার (২৬ জানুয়ারি) ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেদেশে সরকারি ছুটি থাকায় ভারতীয় ব্যবসায়ীদের পত্রের প্রেক্ষিতে আজ সকাল থেকে দুই মাঝে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আবারো যথারীতি নিয়মে আমদানি রপ্তানি কার্যক্রম শুরুহবে।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও আমাদের হিলি পানামা পোর্ট অভ্যন্তরে ট্রাক থেকে পণ্য লোড় আনলোড় কার্যক্রম স্বাভাবিক রয়েছে।