দেশজুড়ে

শ্রীনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার বীরতারায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার (জিআর) কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বীরতারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কম্বল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে এই শীতার্তদের মাঝে ৫৫০টি কম্বল বিতরণ করা হয়।

বীরতারা ইউপি চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ্ কামাল ঝিলু’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসার আশেকুর রহমান, ইউপি সদস্য জাহাঙ্গীর শেখ, আল-আমিন, ওহিদুল ইসলাম, রমজান হোসেন, প্রদীপ মন্ডল, ডালিয়া, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল হক রাজু, উপজেলা বিকল্প যুবধারা নেতা জয়নুল আবেদীন সুমন প্রমুখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button