জাতীয়

মাস্ক ছাড়া বাইরে বের হলেই জরিমানা

দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সবাইকে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। কেউ মাস্ক ছাড়া বাইরে বের হলেই গুণতে হচ্ছে জরিমানা। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মাস্ক ছাড়া বের হলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে। সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গ্রামে মাইকিং করে টিকা নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য সবাই মাস্ক পরুক। এই সময়টা আমরা অতিক্রম করতে চাই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ‌‘আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ এটি বাড়তে থাকবে। সবাইকে সচেতন হতে হবে’।

ফরহাদ হোসেন বলেন, আমরা চাই, এই তৃতীয় ঢেউ থেকে যতো তাড়াতাড়ি উত্তোরণ করতে পারি। সে জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে তৃতীয় ঢেউ মোকাবিলা করতে হবে।

এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, এখন যে ভ্যারিয়েন্টটা দেখছি ওমিক্রন, এটা সেরে উঠতে অল্প সময় নিচ্ছে। রিকভারি রেট কিন্তু খুবই ভালো। ৮৫ শতাংশের বেশি সংখ্যক আক্রান্ত মানুষ ঘরে থেকে ট্রিটমেন্ট নিতে পারছেন এবং তারা সেরে উঠছেন। আমরা অবশ্যই আগামী এক সপ্তাহ পর দেখবো এটা (সংক্রমণ) কী পর্যায়ে আছে, সেই অনুযায়ী আমরা পরবর্তী নির্দেশনা দেবো।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button