খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আহছানুল আমীন জর্জ,খুলনা প্রতিনিধি : খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ২৩ জানুয়ারী রবিবার রাত আনুমানিক ৮ টার সময় মামলার ঘটনাস্থল খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন নরনিয়া সাকিনস্থ জনৈক রবিউল ইসলাম লিটন এর ফার্নিচারের দোকানের সামনে খুলনা টু যশোর মহাসড়কের উপর থেকে আসামী, আক্তারউজ্জামান ওরফে নুনু (৫০), পিং- মৃত: জফর আলী সরদার, সাং-কেশবপুর, থানা- কেশবপুর, জেলা- যশোরকে গ্রেফতার করেন।গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে ০১কেজি কথিত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।
উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক ২৩ জানুয়ারী ২০২২ইং রাত ৮.২০ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।যার নং-২৪, তারিখ- ২৩/০১/২০২২ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক)। উল্লেখ্য যে, ধৃত আসামী আক্তারউজ্জামান ওরফে নুনু এর নামে উক্ত মামলাসহ তার নামে ইতিপূর্বে মাদক ও অস্ত্র আইনে মোট ৩ টি মামলা রয়েছে। ২৪ জানুয়ারী সোমবার খুলনা জেলা ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করা হয় ।