দেশজুড়ে

গাজীপুরে ১৫৩ জনের করোনা শনাক্ত

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫৫ জনের নমুনা পরীক্ষায় ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গাজীপুর সিভিল সার্জন মোঃ খায়রুজ্জামান রোববার সন্ধ্যায় জানান, জেলায় শনাক্তের হার শতকরা ৪৩ দশমিক ৯ ভাগ। পরিসংখ্যানে দেখা গেছে গাজীপুরে প্রতি ৭ জনে ৩ জন করোনায় আক্রান্ত হচ্ছেন। নতুন আক্রান্তদের মধ্যে কালীগঞ্জ উপজেলায় ৭ জন, কালিয়াকৈর উপজেলায় ১১ জন, কাপাসিয়া উপজেলায় ৫ জন, শ্রীপুর উপজেলায় ১৪ জন ও গাজীপুর সদরে ১১৬ জন রয়েছে।

জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯১৩ জনে। আর ৫০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় ১ হাজার ৮৭৭ জন, কালিয়াকৈর উপজেলায় ২ হাজার ৪১৩ জন, কাপাসিয়া উপজেলায় ২ হাজার ৫১১ জন, শ্রীপুর উপজেলায় ৩ হাজার ২৬৬ জন ও গাজীপুর সদরে ১৫ হাজার ৮৪৬ জন রয়েছেন। এছাড়াও ২৪ হাজার ৪৬৫ জন সুস্থ হলেও করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় ৫০৭ জন মৃত্যুবরণ করেছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button