এক বছরেও হয়নি সংস্করণ; যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগ এলাকাবাসী

0
113

মোঃ রনি খান, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা বাজার সংলগ্ন ব্রিজ ভেঙ্গে যাওয়ার এক বছরেও সংস্কার হয়নি শ্রীমন্ত নদীর ওপর নির্মিত ব্রিজ। এতে দুর্ভোগে পরেছে তিন ইউনিয়নের হাজারো মানুষ। দ্রুত ব্রিজ নির্মাণের দাবী এলাকাবাসীর।

জানাগেছে, ২০২১ সালের (১৬ জানুয়ারি) শুক্রবার রাত ৮ টায় ব্রিজটির মাঝখানের অংশ ভেঙ্গে পড়ে।এ দুর্ঘটনায় মৃতু্য বরন করেন মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া আসমতিয়া এনতেজামিয়া দাখিল মাদ্রাসার সুপার আউব আলী তাহার বাড়ী দুমকি উপজেলার পাংগাসিয়া গ্রামে। ওই ব্রিজ পার হয়ে মহিষকাটা বাজার, কলাগাছিয়া,ভিকাখালী,কাঠালতলী, রামপুর বাজার ও মির্জাগঞ্জ উপজেলা শহরে কৃষি পন্য আনা নেওয়া ও মানুষ যাতায়াত করতেন।

ব্রিজটি ভেঙ্গে পরায় মির্জাগঞ্জ, কাঠালতলী, ইউনিয়নের অত্যন্ত হাজারো মানুষের যোগাযোগ ব্যবস্থা এবং কৃষি পণ্য আনা নেয়ায় দুর্ভোগে পরতে হয়। গত এক বছর ধরে ওই ব্রিজ না থাকায় জীবনে ঝুঁকি নিয়ে খেয়া পারাপার হতে হচ্ছে। দ্রুত ওই স্থানে গার্ডার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডঃ আবুল বাসার নাশির বলেন, ব্রিজের পরিবর্তে জীবনের ঝুঁকি নিয়ে ইউনিয়নের মানুষ খেয়া পারাপার করছে ওই স্থানে গার্ডার ব্রিজ নির্মাণের জন্য উপজেলা প্রকৌশলীকে অবহিত করেছি।

উপজেলা প্রকৌশলী মোঃ আশিকুর রহমান বলেন, ওই খানে গার্ডার ব্রিজ নির্মাণের প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রনালয় পাঠানো আছে। অনুমোদন হলে গার্ডার ব্রিজ নির্মাণ করা হবে।