ঠাকুরগাঁওয়ে আরএসডিও’র উদ্যোগে মাস্ক, স্যানিটাইজাইর ও লিফলেট বিতরণ

0
83

সারা দেশে নতুন করে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব বেড়ে যাওয়ায় ঠাকুরগাঁওয়ে বেসরকারি সংস্থা রুর‌্যাল স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আরএসডিও’র উদ্যোগে বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারী) দুপুরে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় ঘন্টাব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক প্রচারণা ও বিনামূল্যে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন সংস্থার নির্বাহী পরিচালক ইকলিমা খাতুন মিনা।

এসময় সংস্থার ভলেন্টিয়ার টিম ও অফিস স্টাফরা উপস্থিত ছিলেন।

সচেতনতামুলক প্রচারাভিযানকালে আরএসডিও’র নির্বাহী পরিচালক ইকলিমা খাতুন মিনা বলেন, সারা দেশে নতুন করে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দেখা দিয়েছে। দিন দিন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আমাদের সকলকে সচেতন হতে হবে। কাজের জন্য বাসা থেকে বের হলে অবশ্যই মাস্ক পড়তে হবে, সঠিক নিয়মে হ্যান্ড স্যানিটাইজ করতে হবে। আমরা সকলে মিলে যদি সচেতন হই তবেই নিজেদের করোনার হাত থেকে রক্ষা করতে পারবো। এতে ভালো থাকবে দেশ ভালো থাকবো আমরা।