চট্টগ্রামে আবারও ঊর্ধ্বমুখী সংক্রমণ

0
105

চট্টগ্রামে গত একদিনে করোনা করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯৮৯ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ সাত হাজার ৪৪৬ জনে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। নতুন ১ জন নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৪১ জনে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত একদিনে চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ১৯২ জনের নমুনা পরীক্ষায় ৯৮৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩০ দশমিক ৯৮ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ৮২৯ জন নগরের ও ১৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত একদিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১০৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৪৩ জন, অ্যান্টিজেন টেস্টে ১৯৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৭৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩৭ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৬ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১৫৯ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৩২ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২৯ জন ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ১৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।