গোপালপুরে হাফেজ ছাত্রদের বিদায় ও পাগড়ী প্রদান

0
130

মো. নুর আলাম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের কোনাবাড়ীতে অবস্থিত ঐতিহ্যবাহী কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের বিদায়ী ও পাগড়ী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বাদ এশা মাদ্রাসা মিলনায়তনে কোরআন শিক্ষা শেষে পাঁচ ছাত্রকে বিদায় এবং দুই ছাত্রকে পাগড়ী প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আবুবকর সিদ্দিকীর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা মো. মামুন ভূঁইয়া, শিক্ষক মনিরুল ইসলাম পিন্টু মাস্টার, মো. আব্দুস সাত্তার, খন্দকার আব্দুস সালামসহ অভিভাবক এবং প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকমন্ডলী।

অনুষ্ঠানে অতিথিগণ মাদ্রাসার পরিচালনার নিয়মকানুন, ছাত্রদের আদবকায়দা এবং কোরআন তেলোয়াত শুনে মুগ্ধত প্রকাশ করেন। পরে জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা করা হয়।