বুয়েটে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা

0
87

করোনা শনাক্ত বেড়ে যাওয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা করা হয়েছে। ১৫ জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বুধবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে জুলাই-২০২১ টার্মের সকল লেভেল/টার্মের শিক্ষার্থীদের থিওরি ক্লাস, ক্লাস টেস্ট এবং ল্যাবরেটরি ক্লাস আগামী ১৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।

এদিকে গত ৫ জানুয়ারি করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয় এ বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস-পরীক্ষা সশরীরে নেওয়া হবে।

উল্লেখ্য, দীর্ঘ দেড় বছরের বন্ধ শেষে গত বছরের ১০ নভেম্বর থেকে বুয়েটের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। পরে ১৩ নভেম্বর থেকে সশরীরে পাঠদান শুরু করে বিশ্ববিদ্যালয়টি।