জামালপুরে আরও ১৩জন করোনায় আক্রান্ত, সর্বমোট শনাক্ত ৫২৫জন

0
86

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ২৬ জুন ২০২০ জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে আরও মোট ১৩ জন কোভিড-১৯ করোনা ভাইরাসে সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সরিষাবাড়ী উপজেলায় ১, ইসলামপুর ১জন এবং জামালপুর সদর উপজেলায় ১১জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

উল্লেখ্য যে, মেলান্দহ উপজেলার ১ জন ময়মনসিংহে শনাক্তকৃত (মৃত) জামালপুরের রিপোর্টে সংযোজন করা হয়েছে এবং সদরের ১ জন ফলোআপ হওয়ায় ১ জন বিয়োজন করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত
সর্বমোট সংক্রমণ শনাক্ত ৫২৫ জন। তন্মধ্যে সরিষাবাড়ী ৪৪, মেলান্দহ ৭৬, মাদারগঞ্জ ৩৭, বকশীগঞ্জ ৪৮, দেওয়ানগঞ্জ ৩৩, ইসলামপুর ১০০, সদর ১৮৭ জন।

সর্বমোট সুস্থ ২০৭। সর্বমোট মৃত্যু ৮ জন (চিকিৎসাধীন ৫ জন – দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ১ ও মাদারগঞ্জ ১, মৃতের নমুনায় ৩ জন – ইসলামপুর ২, মেলান্দহ ১)। মোট রেফার্ড ৬ (ময়মনসিংহ ও ঢাকা)।

সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ১৩৬ টি। মোট নমুনা পরীক্ষা ১৯০ টি। সর্বশেষ নমুনা সংগ্রহ ৮২ টি, মোট নমুনা সংগ্রহ ৫৭৭৫ টি।