মমেক হাসপাতালে একদিনে ২ জনের মৃত্যু

0
132

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। শুক্রবার (৭ জানুয়ারি) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনার উপসর্গ ‍নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের আমেনা খাতুন (৭০) ও গফরগাঁও উপজেলার হেলাল উদ্দিন (৫০)।

হাসপাতালের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, বর্তমানে আইসিইউতে তিনজনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৩৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে একজন করোনা পজিটিভ। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১০ জন এবং ২৪ ঘণ্টার মধ্যে কেউ সুস্থ হয়নি।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, একদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১১১ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।