শ্রীমঙ্গলের ৯টি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন, নির্বাচিত হলেন যারা-

0
102

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: সারা দেশের মতো পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১৪ হাজার ৪৩ জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৮ হাজার ১৬৭ জন এবং নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৮৭৬ জন।

বুধবার (৫ই জানুয়ারি) সকাল ৮টা থেকে ব্যালট পেপারের মাধ্যমে শুরু হয়েছে উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের ১০০টি কেন্দ্রের ৫৩০টি বুথে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে।

৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্রীমঙ্গলে ৯টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১নং মির্জাপুর ইউনিয়নে মিজলু আহমদ চৌধুরী (ঘোড়া), ২নং ভূনবীর ইউনিয়নে মো. আব্দুর রশীদ (নৌকা), ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নে মো. দুদু মিয়া (ঘোড়া), ৪নং সিন্দুরখান ইউনিয়নে ইয়াছিন আরাফাত রবিন (ঘোড়া), ৫ নং কালাপুর ইউনিয়নে এম এ মতলিব (নৌকা), ৬নং আশিদ্রোন ইউনিয়নে রনেন্দ্রপ্রসাদ বর্ধন জহর (নৌকা), ৭নং রাজপাট ইউনিয়নে বিজয় বুনার্জী (নৌকা), ৮নং কালীঘাট ইউনিয়নে প্রানেশ গোয়ালা, ৯নং সাতগাঁও ইউনিয়নে দেবাশীষ দেব রাখুন (নৌকা) বিজয়ী হয়েছেন।

অনুষ্ঠিত এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয়টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে পুরুষ ৩৮৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে ৯ জন, আওয়ামীলীগ বিদ্রোহী ১০ এবং স্বতন্ত্র ২৫ জন।

এদিকে উপজেলা নির্বাচন অফিসের সুত্রে জানা যায়, নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব), ৪ প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পরিমান পুলিশ, ৩ প্লাটুন আনসার ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছিলো।