হোমিওপ্যাথি প্রাকটিশনারদের বড় নেটওয়ার্ক হোমিওপ্যাথি এ্যাডভাইসের যাত্রা শুরু

0
242

নিজস্ব সংবাদদাতা : বাংলা ভাষায় এশিয়ার বৃহত্তম হোমিওপ্যাথি ওয়েবসাইট হোমিওপ্যাথি এ্যাডভাইস ডট কম( http://homeopathyadvice.com ) আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ৷ বাংলাদেশ, ভারত, ইউকে, জার্মানী সহ বিশ্বের নামি-দামী হোমিওপ্যাথি চিকিৎসক এবং গবেষকদের সমন্বয়েহোমিওপ্যাথিক চিকিৎসা সেবার ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে তৃণমূলে পৌছে দিতে এই অভিনব উদ্যোগ নিয়েছে ননপ্রফিট অর্গানাইজেশন (NGO) জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশন ৷ শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে অনাড়ম্বর পরিবেশে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ৷

এই প্লাটফরম ব্যাবহার করে একজন হোমিওপ্যাথিক প্রাকটিশনার ডিজিটাল মাধ্যমে খুব সহজে তার চিকিৎসাসেবা কোটি মানুষের কাছে পৌছে দিতে পারবেন ৷ তাছাড়া হোমিওপ্যাথি একটি লক্ষনবিশেষ চিকিৎসা পদ্ধতি হবার কারনে টেলিমেডিসিন মাধ্যমে একে দ্রুত এবং কম খরচে তৃণমূল পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌছে দেয়া সম্ভব ৷ সাথে চিকিৎসক এবং সেবাগ্রহীতাদের জন্য বিভিন্ন ডিজিটাল টুলস ও সার্ভিস রাখা হয়েছে ৷ এছাড়া এই প্লাটফরম ব্যাবহার করে একজন হোমিওপ্যাথি প্রাকটিশনার তার স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন ৷ পাশাপাশি দেশী বিদেশী অভিজ্ঞ হোমিওপ্যাথি বিশেষজ্ঞদের সাথে ডিজিটাল ইন্টারলিংকিং করার কারনে তাদের জ্ঞান ও কাজের পরিধি বৃদ্ধি পাবে ৷ এছাড়া নানা সময়ে বিদেশের হোমিওপ্যাথি বিষয়ক কনফারেন্সে অংশগ্রহনের সুযোগ থাকছে ৷ জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান হিসাবে হোমিওপ্যাথি এ্যাডভাইস তাদের কার্যক্রম শুরু করেছে ৷

জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশনের চেযারম্যান ও হোমিওপ্যাথি এ্যাডভাইসের ফাউন্ডার মোঃ সাইফুল ইসলাম বলেন, পরিবেশ, সুরক্ষা আর খরচের কথা চিন্তা করেই আমরা হোমিওপ্যাথি টেলিমেডিসিন সেবা তৃণমূল পর্যন্ত পৌছে দিতে চাই ৷ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাথমিক পর্যায়ে ২০ হাজারের বেশী অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের এই প্লাটফরমে যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি ৷ টেলিমেডিসিন এর মাধ্যমে চিকিৎসা সেবা দিতে আপনাদের জন্য রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ‘মোবাইল এ্যাপস’ ও ওয়েবসাইট ৷ একই সাথে ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে ঔষধ গ্রহনের সুযোগ ৷ হোমিওপ্যাথি চিকিৎসকদের নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা হোমিওপ্যাথদের পেশাগত সুরক্ষাতেও কাজ করতে চাই ৷

তিনি বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ ৷ অন্যান্য চিকিৎসাপদ্ধতি যখন যুগের সাথে তাল মিলিয়ে এগোচ্ছে তখন হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির ডিজিটাল সংস্করন করাটা সময়ের দাবী ৷ হোমিওপ্যাথি এ্যাডভাইস আসলে হোমিওপ্যাথি প্রাকটিশনার এবং সেবাগ্রহীতাদের জন্য এমন একটি প্লাটফরম হবে যেখানে পৃথিবীর যে কোন প্রান্তের মানুষকে ডিজিটাল মাধ্যমে স্বাস্থ্যসেবা দেয়ার পাশাপাশি সেটা সবসময় মনিটরিং করা সম্ভব ৷

তাছাড়া বর্তমান সময়ে একজন হােমিওপ্যাথি চিকিৎসকের ডিজিটাল পরিচিতি, দেশ-বিদেশের হোমিওপ্যাথদের সাথে ইন্টারলিংকিং এর মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে ৷ একজন হোমিওপ্যাথি চিকিৎসক ও গবেষক এখানে খুব সহজে হোমিওপ্যাথির জ্ঞান বিতরণ করতে ও আহরণ করতে পারবেন ৷ আমাদের ডিজিটাল ডেটাবেস থেকে নানা গুরুত্বপূর্ন তথ্য নিতে পারবেন ৷ যেটি সামগ্রিক পেশার উন্নতির জন্য সুফল বয়ে আনবে বলে আমি মনে করি ৷ আমরা সবার সহযোগীতায় এটিকে বাংলা ভাষায় এশিয়ার বৃহত্তম হােমিওপ্যাথিক চিকিৎসক নেটওয়ার্ক ও টেলিমেডিসিন প্লাটফরম হিসাবে গড়ে তুলতে চাই ৷

প্রায় দু’শ বছর আগে জার্মানীতে হোমিওপ্যাথিক চিকিৎসার জন্ম হলেও ভারতীয় উপমহাদেশে সেটি প্রায় আশি বছর আগে চালু হয় ৷ প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে সেটি ব্যাপক বিস্তৃতি লাভ করে ৷ এই চিকিৎসা বিজ্ঞানের জনক ছিলেন ডা. স্যামুয়েল হ্যানিম্যান ৷ পার্শ্বপ্রতিক্রিয়াহীন হওয়ার কারণে অনেকেই হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে থাকেন ৷