গোবিন্দগঞ্জের লকডাউন আরও ৭ দিন বাড়লো

0
155

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গাইবান্ধার গোবিন্দগঞ্জের আংশিক লকডাউনের মেয়াদ ৭ দিন বাড়লো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ২৯ জুন থেকে পরবর্তি ৭ দিন এই লকডাউন কার্যকর হবে। আগে ঘোষিত ১৪ দিনের লকডাউন শেষ হওয়ার কথা ছিল ২৮ জুন।

উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, পৌর কাউন্সিলর রিমন তালুকদার, শাহীন আকন্দ প্রমুখ।

পৌর এলাকার ৬ নং ওয়ার্ড সম্পূর্ন এবং ৫, ৭ ও ৮ নং ওয়ার্ডে আংশিক লকডাউন কার্যকর হবে। গোবিন্দগঞ্জ পৌর এলাকায় কঠোর লকডাউনের সিদ্ধান্ত গৃহীত হয়। জরুরি ও অতি প্রয়োজনীয় পণ্য ছাড়া বাকি সমস্ত দোকান বন্ধ থাকবে। সেই সাথে লকডাউনকৃত এলাকায় কঠোর ভাবে যান চলাচল নিয়ন্ত্রন করা হবে।