পুঠিয়ায় বাস ট্রাকের সংঘর্ষে নিহত ১


পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় বাস ট্রাকের মুখমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছে, আহত হয়েছেন ৮ জন। আহতদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সোমবার রাত ৮টার দিকে উপজেলার বেলপুকুর থানাধীন ভড়ুয়াপাড়া বাইপাস সড়কে ঢাকাগামী বাসের সাথে ট্রাকের মুখমুখি সংঘর্ষে বাসের হেলপার গুরুতর আহত হয়।
পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থল থেকে আহতদের রামেক হাসপাতালে নিয়ে আসে। এ সময় জরুরী বিভাগের ডাক্তার বাসের হেলপারকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যাক্তি রাজশাহীর পুঠিয়ার গোপাল হাটির জালালের ছেলে খোয়াদ আলী (৪৫)।
আহতরা হলেন, নাটোর সদর পাকপাড়ার মৃত জাহাঙ্গীরের ছেলে সাগর? (২৬) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার পরছোকা গ্রামের ফজলুরের ছেলে ফারুক (৩৫), মৃত মুকবুলের ছেলে জিল্লুর (৪২), পুঠিয়া উপজেলার তাতারপুরের আরেস উদ্দিনের ছেলে নয়ন (১৯) বীর মুক্তিযোদ্ধা জদু প্রামানিকের ছেলে দেলোয়ার (৩৭)। বাকী দুজনের নাম জানা যায়নি৷ এবিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, গুরুতর অবস্থায় আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি,কিছু সময়ের মধ্যে মহাসড়ক যানজট মুক্ত হয়েছে বর্তমানে এখন সড়ক স্বাভাবিক রয়েছে।



