দেশজুড়ে

মাগুরায় মস্তকবিহীন শিশুর জন্ম

মতিন রহমান, মাগুরা প্রতিনিধি: মাগুরার মস্তকবিহীন এক কন্যা শিশুর জন্ম হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বিকালে মাগুরা শহরের সততা ক্লিনিকে ডাক্তার মাকসুদুল হক সিজারিয়ান অপারেশন করান।

মাগুরায় শ্রীপুর উপজেলার দূর্গাপুর গ্রামের রবিউল এর স্ত্রী দিপালী বেগম (২৫) এই মস্তকবিহীন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

চিকিৎসকেরা জানান, জন্মের সময় স্বাভাবিক শিশুর মতই জন্ম নেওয়া শিশুটিও হাত পা নড়াচড়া ও কান্নাকাটি করছে। শিশুটি অবস্থা স্বাভাবিকভাবে রয়েছে বলেও জানান তারা।

পারিবারিক সূত্রে জানা গেছে, উক্ত শিশুটির পিতা মোঃ রবিউল ইসলাম একজন বাকপ্রতিবন্ধী। তার স্ত্রী দিপালী বেগমের সন্তান প্রসবের জন্য ক্লিনিকে ভর্তি করানো হয়। শিশুকে সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন তারা। এই দম্পতির পাঁচ বছরের একটি সুস্থ স্বাভাবিক পুত্রসন্তান রয়েছে। জন্ম নেওয়া এই অস্বাভাবিক শিশুটি ওই দম্পতির দ্বিতীয় সন্তান।

এই বিভাগের আরও সংবাদ