দেশজুড়ে

জনাব রবিউল আলম রচিত বইয়ের মোড়ক উন্মোচন

মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিক, জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন নেতা, মুক্তিযুদ্ধের স্বপক্ষের বলিষ্ঠ কন্ঠস্বর, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব, রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও লেখক জনাব রবিউল আলম রচিত, আমার দেখা রায়ের বাজার বদ্ধভুমি এবং শহিদ বুদ্ধিজীবীদের রক্তে ভেজা একটি বটগাছ বই এর শুভ মোড়ক উন্মোচন।

১৯ ডিসেম্বর ২০২১ রোজ রবিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সভাকক্ষে এ বই এর শুভ মোড়ক উন্মোচন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডঃ সৈয়দ আনোয়ার হোসেন (ইতিহাসবিদ)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিরীন আহমেদ, সংসদ সদস্য (সংরক্ষিত আসন) বাংলাদেশ জাতীয় সংসদ, জনাব সুভাষ সিংহ রায় গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক এবং আকলিমা চৌধুরী (আঁখি), সদস্য ত্রান ও সমাজ কল্যাণ উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। অনুষ্ঠান পরিচালনা করেন, আজ সারাবেলা পত্রিকার সম্পাদক জব্বার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজ এবং সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।

উন্মোচন শেষে বইয়ের বিশদ বর্ণনা দেন বক্তরা। বক্তরা বলেন, ‘জনাব রবিউল আলম রচিত, আমার দেখা রায়ের বাজার বদ্ধভুমি এবং শহিদ বুদ্ধিজীবীদের রক্তে ভেজা একটি বটগাছ প্রজন্মের কাছে মূল্যবান দলিল হিসেবে হাজির হয়েছে এবং বইটি সম্পর্কে জানার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে সহায়তা করবে। শহীদ বুদ্ধিজীবীদের রক্তভেজা বটগাছটির অবৈধ দখলমুক্ত করে সংরক্ষণ করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

বইটি সম্পাদক, প্রকাশক ও এর সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এই বিভাগের আরও সংবাদ