পুঠিয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ওবায়দুর রহমান


পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় বিপুল সংখ্যক নেতাকর্মীদের মোটর শোভাযাত্রা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদ্য দায়িত্বপ্রাপ্ত সদস্য জননেতা ওবায়দুর রহমান।শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেল চারটায় রাজশাহীর হযরত শাহ্ মুখদুম বিমানবন্দরে অসংখ্য নেতাকর্মী ও শুভকাঙ্খীরা ফুল দিয়ে বরণ করে নেন তাদের প্রিয় নেতাকে।
এরপর ব্যাপক মোটরগাড়ি শোভাযাত্রার মাধ্যমে রাজশাহী নগরীতে অবস্থিত শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে উপস্থিত হয়ে পুষ্পস্তক অর্পণ ও মোনাজাত অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে মোটর শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা রাজশাহী মহাসড়ক হয়ে ওবায়দুর রহমানের নিজ গ্রাম পুঠিয়া উপজেলার জামিরায় উপস্থিত হয়ে মায়ের নিকট দোয়া গ্রহণ করেন এবং পারিবারিক কবরস্থানে প্রায়ত পিতা আলহাজ্ব খবির উদ্দিনের সমাধিতে দোয়া মোনাজাত করেন। পরবর্তীতে মোটর শোভাযাত্রাটি বানেশ্বর বাজারে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তালেবের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য ওবায়দুর রহমান বলেন জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন তা সততা ও নিষ্ঠার সাথে পালন করব ইনশাআল্লাহ। সবশেষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।