দেশজুড়ে

শ্রীনগরে র‌্যাবের অভিযানে আইস-ইয়াবাসহ গ্রেফতার ৪

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে র‌্যাব-১০’র পৃথক পৃথক অভিযানে রিপন (৩৫), সাহিদা (২৬) ও মো. লিটন (৩০) ও মাজেদা বেগম (৩৫) নামে ৪ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের দামলা এলাকায় পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০’র এক বার্তা থেকে জানা যায়, সকাল ৭:১৫ মিনিট ও ৭:৩৫ মিনিটে পৃথক অভিযান পরিচালনা করে ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে ১০.৫৪ গ্রাম ভয়ংকর মাদক আইস, মোট ১০ হাজার ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৫৫ হাজার ৮০ টাকা। মাদক কারবারিদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button