দেশজুড়ে
শ্রীনগরে র্যাবের অভিযানে আইস-ইয়াবাসহ গ্রেফতার ৪


আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাব-১০’র পৃথক পৃথক অভিযানে রিপন (৩৫), সাহিদা (২৬) ও মো. লিটন (৩০) ও মাজেদা বেগম (৩৫) নামে ৪ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের দামলা এলাকায় পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০’র এক বার্তা থেকে জানা যায়, সকাল ৭:১৫ মিনিট ও ৭:৩৫ মিনিটে পৃথক অভিযান পরিচালনা করে ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেন র্যাব সদস্যরা।
এ সময় তাদের কাছ থেকে ১০.৫৪ গ্রাম ভয়ংকর মাদক আইস, মোট ১০ হাজার ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৫৫ হাজার ৮০ টাকা। মাদক কারবারিদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।