দেশজুড়ে

পল্লবীতে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

রাজধানীর পল্লবী এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ টিটু মিয়া ও মোঃ সালাউদ্দিন সুমন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর ২০২১) রাত ১০:৩০ টায় পল্লবী থানার ১২ নং সেকশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম পিপিএম(বার) ডিএমপি নিউজকে জানান, দুইজন মাদক ব্যবসায়ী পল্লবী থানার ১২ নং সেকশন এর আধুনিক হাসপাতালের সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পল্লবী থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় টিটু ও সুমনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button