মির্জাপুরে নতুন রেকর্ড; এক দম্পতি-ভাইবোনসহ ২০ জন শনাক্ত

0
129

রাব্বি ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে এক দম্পতি ও ৪ নারীসহ আরো ২০ জনের দেহে নতুন করে (কোভিড-১৯) করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। বৃহস্পতিবার (২৫ই জুন) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

নতুন আক্রান্তরা হলেন, ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের বাসিন্দা নারী (৫৫), একই ইউনিয়নের সিঞ্জুরী গ্রামের বাসিন্দা (২৯), বাইমহাটি গ্রামের বাসিন্দা নারী (৩০) ও (৩৫), জামুর্কী ইউনিয়নের পাকুল্যা গ্রামের বাসিন্দা স্বামী-স্ত্রী (৬০-৪৫), গোড়াই রাজাবাড়ি গ্রামের বাসিন্দা (৩৬), সোহাগপুর (৩৪), একই গ্রামের বাসিন্দা (২৫), একই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের বাসিন্দা (৩২) ও (৩২), বানিয়াবহ গ্রামের বাসিন্দা (৩০), পথহারা গ্রামের বাসিন্দা (৫৫), পৌর এলাকার কুমারজানি গ্রামের বাসিন্দা (৩২), উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের বাসিন্দা ভাই-বোন (১৮-১৬), পোষ্টকামুরী গ্রামের বাসিন্দা নারী (৪৮), জামুর্কী ইউনিয়নের উফুল্কী গ্রামের বাসিন্দা (৩২), আজগানা ইউনিয়নের মজিদপুর গ্রামের বাসিন্দা (৩০), মির্জাপুর বাজারের বাসিন্দা (৫৫)।

উল্লেখ্য যে, গত ১৬, ২২ ও ২৩ই জুন প্রেরিত আংশিক নমুনা পরীক্ষার প্রাপ্ত রিপোর্টে এই ২০ জনের দেহে করোনা পজিটিভ দেখা দেয়।

নতুন আক্রান্তদের বাড়ি লকডাউন করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক।
নতুন ২০ জন যোগ হয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪৫ জনে। এর মধ্যে এক বৃদ্ধাসহ ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৩১ জন সুস্থ্য হয়েছেন।