সিরাজদিখানে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ১


সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছাত্রলীগের কমিটি দেওয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর অনুমান দেড়টার দিকে উপজেলা মোড়ে এ ঘটনা ঘটে। এতে সাদ্দাম হোসেন নামে একজন আহত হয়েছে। আহত সাদ্দাম হোসাইনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা ছাত্রলীগের একটি পক্ষ উপজেলা মোড়ে চা খাচ্ছিলো। অপর পক্ষ বিজয় দিবসের অনুষ্ঠান শেষ করে উপজেলা মোড়ে এসে অবস্থান নিলে ছাত্রলীগের নতুন কমিটি দেওয়াকে কেন্দ্র করে তাদের সাথে বাকবিতন্ডায় এক পর্যায়ে ছাত্রলীগ নেতা কাউসার খানের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীর উপর অতর্কিত হামলা চালানো হয়।
এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু ও রশুনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসাইন পরিস্থিতি সামাল দিতে গেলে সাদ্দাম হোসাইনের মাথায় প্লাষ্টিকের চেয়ার দিয়ে বারি মেরে ছাত্রলীগ নেতা কাউসার খান মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। পরে সিরাজদিখান থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে দুপুর ১২ টার দিকে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ কর্তৃক দেওয়া কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, এখনো কোন অভিযোগ পাইনি। মারামারির ঘটনা শুনে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।